নতুন ভাড়ায় বাস ও লঞ্চ চলাচল শুরু
- আপডেট সময় : ০২:১৯:৫৭ অপরাহ্ন, সোমবার, ৮ নভেম্বর ২০২১
- / ১৫৩৩ বার পড়া হয়েছে
নতুন ভাড়ায় বাস ও লঞ্চ চলাচল শুরু হয়েছে। বাড়তি ভাড়ার কারণে ক্ষোভ প্রকাশ করছেন যাত্রীরা। পরিবহন ধর্মঘট তুলে নেয়ার পর রাজধানীতে বাস চালু হলে আগের চেয়ে ৫০ শতাংশ বাড়তি ভাড়া আদায় করতে দেখা গেছে।
যদিও এর আগে বাংলাদেশ সড়ক পরিবহন বিআরটিএ’এর সঙ্গে পরিবহন মালিক সমিতির বৈঠকে মহানগরে ২৬ দশমিক ৫ শতাংশ ভাড়া বাড়ানোর প্রস্তাব করা হয়। যাত্রীরা অভিযোগ করেন, গুলিস্তান-আবদুল্লাহপুরের ভাড়া ৩৫ টাকা, এখন নেয়া হচ্ছে ৫৫ টাকা।ক্ষোভ প্রকাশ করে সাধারণ যাত্রীদের অনেকেই বলেন, মধ্যবিত্ত ও নিম্নবিত্তের মধ্যে নীরব দুর্ভিক্ষ চলছে। সব রকম খাদ্যপণ্যের সীমাহীন মূল্য বৃদ্ধিতে ফোভে ফুঁসছে মানুষ।
সরকারের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, মহানগর এবং মিনিবাসে প্রতি কিলোমিটারে ভাড়া বেড়েছে ৪৫ পয়সা এবং দূরপাল্লায় বেড়েছে ৩৮ পয়সা। আন্তঃজেলা ও দূরপাল্লার রুটে চলাচলকারী বাস ও মিনিবাসের ক্ষেত্রে একজন যাত্রীর জন্য প্রতি কিলোমিটার সর্বোচ্চ ভাড়া ১ টাকা ৪২ পয়সার স্থলে ১ টাকা ৮০ পয়সা করা হয়েছে।
রাজধানীর গুলিস্তান থেকে ফার্মগেট পর্যন্ত আগে ১০ টাকা ভাড়া নিলেও এখন ১৫ টাকা করে নেয়া হচ্ছে। বাস ও লঞ্চ মালিকদের ভাড়া বাড়ানোর প্রস্তাব মেনে নিয়েছে সরকার। সে অনুযায়ী আজ থেকে বাড়তি ভাড়া গুনতে হচ্ছে।