নতুন মালিক পেল ইংলিশ ফুটবল ক্লাব চেলসি
- আপডেট সময় : ০৪:২৮:৪৬ অপরাহ্ন, শনিবার, ৭ মে ২০২২
- / ১৭৫৬ বার পড়া হয়েছে
নতুন মালিক পেল ইংলিশ ফুটবল ক্লাব চেলসি। শেষ হলো রোমান আব্রামোভিচের মালিকানা।
প্রায় দুই দশক ধরে রাশিয়ান বিলিয়নিয়ার রোমান আব্রামোভিচ যুগ শেষে, আমেরিকান মালিক পেল চেলসি। টড বোয়েলির নেতৃত্বাধীন কনসোর্টিয়াম ৪৫ হাজার ৩৩০ কোটি টাকায় ক্লাবটি কিনে নিয়েছে । শনিবার এক আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে চেলসি। শুক্রবারই বোয়েলির নেতৃত্বাধীন কনসোর্টিয়ামের প্রস্তাব আব্রামোভিচ গ্রহণ করেন।এরপর সরকারি অনুমোদনের পরই আনুষ্ঠানিকভাবে ক্লাবটির মালিকানা হস্তান্তর হয়েছে।
ইংলিশ প্রিমিয়ার লিগে রাতে মাঠে নামবে লিভারপুল। প্রতিপক্ষ টটেনহাম। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১২টা ৪৫ মিনিটে।
মাঠের খেলায় দারুন ছন্দে অল রেডরা। নিশ্চিত হয়েছে চ্যাম্পিয়ন্স লিগ আর এফ এ কাপের ফাইনাল। টিকে আছে প্রিমিয়ার লিগের শিরোপা দৌড়েও। ৩৪ ম্যাচে ৮২ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে লিভারপুল। আর সমান ম্যাচে ১ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে ম্যান সিটি। তাই ট্রেবল জয়ের মিশনে টিকে থাকতে জয়ের বিকল্প নেই অল অল রেডদের। এক ম্যাচ হড়কালেই বিপদ। তাই এ ম্যাচে পূর্ন শক্তির দল নিয়েই মাঠে নামবে লিভারপুল বস জর্জেন ক্লপ। ইনজুরি কাটিয়ে এ ম্যাচে ফিরতে প্রস্তুত লিভারপুল তারকা রতার্তো ফিরমিনহো। অন্যদিকে টটেনহামের লড়াইটা শীর্ষ পাঁচে টিকে থাকার।
ইতালিয়ান সিরিআতে জয় পেয়েছে ইন্টার মিলান। এম্পোলিকে ৪-২ গোলে হারিয়েছে ওল্ড লেডিরা। এদিকে জেনোয়ার কাছে ২-১ গোলে হেরেছে জুভেন্টাস।
ঘরের মাঠে শুরুতেই পিছিয়ে পড়ে ইন্টার। আন্দ্রেয়া পিনামোন্টির গোলে লিড নেয় এম্পোলি। ম্যাচের ২৮ মিনিটে লিড দ্বিগুন করে এম্পোলি। গোল করেন ক্রিস্টজান আসলানি। বিরতিতে যাওয়ার ৫ মিনিটের ব্যাবধানে দুই গোল করে ম্যাচে ফেরে ইন্টার। ৪০ মিনিটে আত্নঘাতি গোলে ব্যাবধান কমায়। আর ৫ মিনিট পর দারুন এক গোল করে দলকে সমতায় ফেরান আর্জেন্টাইন তারকা লৌতারো মার্তিনেজ। বিরতি থেকে ফিরে আরো এক গোল করে দলকে এগিয়ে দেয় মার্টিনেজ। আর অতিরিক্ত সময়ের শেষ মিনিটে আলেক্সিস সানচেজের গোলে বড় জয় নিশ্চিত হয় সিমোন ইনজাঘির শীর্ষ্যদের। এদিকে এগিয়ে থেকেও শেষ মিনিটের গোলে জেনোয়ার কাছে ২-১ গোলে হেরছে জুভেন্টাস।