নতুন রুটে যাত্রা শুরুর প্রথম দিনেই স্থানীয় মোটরযান শ্রমিকদের বাধার সম্মুখীন হয় বিআরটিসি সার্ভিস
- আপডেট সময় : ০৯:৩১:২৯ অপরাহ্ন, রবিবার, ২৭ ডিসেম্বর ২০২০
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
নতুন রুটে যাত্রা শুরুর প্রথম দিনেই স্থানীয় মোটরযান শ্রমিকদের বাধার সম্মুখীন হয় বিআরটিসি সার্ভিস। সিলেটের ম্যানেজারকে মারধর করে সিলেট-মৌলভীবাজার-হবিগঞ্জ রোডে বিআরটিসি বাস বন্ধ করে দিয়েছে সাধারণ পরিবহণ মালিক -শ্রমিকরা। মালিক -শ্রমিক নেতাদের দাবি, কাউন্টার করে এই রুটে বাস চলতে দেয়া হবেনা, নীতিমালা অনুযায়ী ডিপো থেকে বাস ছাড়তে হবে। সিলেট থেকে আবু বকর আল আমিনের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন শ্যামানন্দ শ্যামল।
গত ২২ ডিসেম্বর সিলেট-হবিগঞ্জ, সিলেট -মৌলভীবাজার রুটে বিআরটিসি বাস সার্ভিস উদ্বোধন করেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।
মাত্র ৫ দিনের মাথায় বন্ধ করে রাখা হয়েছে ওই রুটের সরকারী এই বাস সার্ভিস। রোববার সকালে যাত্রার প্রথম দিনেই হুমায়ুন রশীদ চত্বরে বিআরটিসি কাউন্টারে কর্মচারী -কর্মকর্তা দের মারধর করে সিলেট বাস মালিক-শ্রমিক সমিতির শ্রমিকরা। ভাংচুর চালায় বাস ও সামনে রাখা বিআরটিসি কর্মকর্তার জিপ। কাউন্টার থেকে লুট হয় নগদ অর্থ ও ল্যাপটপ।
শেরপুর মৌলভীবাজারগামী বি আর টিসির একটি বাসও শেরপুরে অবরোধ করে পরিবহন শ্রমিকরা।
পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংক্ষুব্ধ পরিবহন শ্রমিক নেতারা দাবি করেন, তাদের সাথে আলোচনা না করে বাস চলাচলে তাদের আপত্তি আছে।
এদিকে ওই রুটে চলাচল করে হবিগঞ্জ এক্সপ্রেস। একটি সার্ভিস থাকায় দীর্ঘদিন ধরে সীমাহীন ভোগান্তি পোহাতে হয় ওই অঞ্চলের যাত্রীদের। মালিক-শ্রমিকদের নৈরাজ্য কিছুটা কমবে বলে মনে করেছিলেন তারা।
প্রশাসনের মধ্যস্থতায় দফায় দফায় উভয়পক্ষের বৈঠক শেষে রোববার একটি বাস ছাড়ার অনুমতি পায় বিআরটিসি। পরবর্তীতে শর্তসাপেক্ষে সিলেট – হবিগঞ্জ, সিলেট মৌলভীবাজার রুটে চলবে সরকারী এই সার্ভিস বিআরটিসি।
পরিবহন শ্রমিকদের নৈরাজ্যে এর আগেও সিলেটের বিভিন্ন রুটে বিআরটিসি বাস চালু করতে নানান সমস্যার সম্মুখীন হতে হয়েছে কর্তৃপক্ষকে।