আইকনিক লোগো পরিবর্তন করে নতুন রূপে নকিয়া
- আপডেট সময় : ০১:২১:০৪ অপরাহ্ন, সোমবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৩
- / ১৬৪৪ বার পড়া হয়েছে
প্রায় ৬০ বছরে প্রথমবারের মতো নিজেদের লোগো পরিবর্তন করলো এক সময়ের টেক জায়ান্ট কোম্পানি নকিয়া। লোগোতে পরিবর্তন আনার সাথে সাথে এনেছে নিজেদের ব্যবসায়িক কৌশলেও উল্লেখযোগ্য পরিবর্তন । এমনটাই ইঙ্গিত দিয়েছেন কোম্পানিটির প্রধান নির্বাহী।
নতুন এই লোগোতে পাঁচটি ভিন্ন আকৃতির অক্ষর ব্যবহার করে নকিয়া শব্দটি লেখা হয়েছে। পুরানো লোগোর আইকনিক নীল রঙটি ব্যবহারের উপর নির্ভর করে বিভিন্ন রঙের ব্যবহারের মাধ্যমে তৈরি করা হয়েছে নতুন এই লোগো।
কোম্পানিটির প্রধান নির্বাহী পেক্কা লুন্ডমার্ক রয়টার্সকে এক সাক্ষাৎকারে বলেন, ‘আগে আমাদের সাথে স্মার্টফোনের একটি যোগসূত্র ছিল। এখন আমরা একটি ব্যবসায়িক প্রযুক্তি কোম্পানি’।
সোমবার (২৭ ফেব্রুয়ারি) বার্সেলোনায় শুরু হতে যাওয়া বার্ষিক মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসের প্রাক্কালে কোম্পানির একটি ব্যবসায়িক আপডেটের আগে তিনি কথা বলছিলেন।
কারখানার অটোমেশন এবং ডেটাসেন্টারগুলোর দিকে নকিয়ার অগ্রগতি মাইক্রোসফ্ট এবং অ্যামাজনের মতো বড় প্রযুক্তি সংস্থাগুলোর সাথে প্রতিযোগিতা বাড়াবে।