নতুন শিক্ষাক্রমের রূপরেখা তৈরির কথা ভাবছে সরকার : শিক্ষা উপমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:২১:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৭ নভেম্বর ২০২১
- / ১৫৪৩ বার পড়া হয়েছে
করোনার সময়ে শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে নিতে নতুন শিক্ষাক্রমের রূপরেখা তৈরির কথা ভাবছে সরকার। এ কথা জানিয়েন শিক্ষা উপমন্ত্রী মহিবুল আলম চৌধুরী।
দুপুরে নেত্রকোনা শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের প্রকল্প পরিদর্শনে গিয়ে এক মত বিনিময় সভায় এ কথা বলেন তিনি। উপমন্ত্রী বলেন,
নতুন যে শিক্ষাক্রম নেয়া হয়েছে তা ধাপে-ধাপে বাস্তবায়ন করা হবে। শেখ হাসিনা বিশ্বিবিদ্যালয় নির্ধারিত সময়ে ভূমি উন্নয়ন, অবকাঠামো নির্মাণ ও জনবল নিয়োগসহ সমস্ত কার্যক্রম এগিয়ে যাচ্ছে বলেও জানান শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।