নতুনধরা এসেটস্ লিমিটেড এর গৌরবময় অর্জন

- আপডেট সময় : ০৯:৩৩:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৭ ডিসেম্বর ২০২৩
- / ১৭৪৩ বার পড়া হয়েছে
সম্প্রতি দুবাইয়ের মিলিনিয়াম প্লাজা হোটেলে অনুষ্ঠিত গ্লোবাল বিজনেস কনফারেন্সে ‘বেস্ট রিয়েল এস্টেট কোম্পানী অফ দ্য ইয়ার’ ক্যাটাগরিতে ইন্টারন্যাশনাল বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ডস—২০২৩” অর্জন করলো নতুনধরা এসেটস লিমিটেড! আড়ম্বরপূর্ণ ও সমৃদ্ধশালী অনুষ্ঠানে অতি মূল্যবান এ অ্যাওয়ার্ডটি গ্রহন করেন কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক জনাব ড. মো. সাদী—উজ—জামান।
সাথে উপস্থিত ছিলেন কোম্পানীর উপ—ব্যবস্থাপনা পরিচালক জনাব মেরীনা সাদী ও কোম্পানীর পরিচালক জনাব শাহীন মিঞা শিকদার। বিশ্বের প্রায় ২৫টি দেশ থেকে ৩০০ এর অধিক স্বনামধন্য এনআরবি ব্যবসায়ী, লিডার্স, দুবাইয়ে নিযুক্ত সম্মানিত বাংলাদেশী কনস্যুল জেনারেল জনাব বিএম জামাল হোসেন।
সম্মানিত রাষ্ট্রদূত (এম্বাসেডর) জনাব মোঃ আবু জাফর, স্কটল্যান্ড এর সম্মানিত মেম্বার অফ পার্লামেন্ট ও শ্যাডো মিনিস্টার জনাব ফয়সল চৌধুরী, ইউএসএ এর জর্জিয়া স্টেটের সম্মানিত স্টেট সিনেটর জনাব শেখ রহমান ও দুবাইয়ের সরকারি মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন সম্মানিত কর্মকর্তাদের উপস্থিতিতে এ সম্মাননা অর্জন করে নতুনধরা এসেটস লিমিটেড।