ফেনীতে গড়ে উঠেছে অর্ধশতাধিক বালু তোলা সিন্ডিকেট
- আপডেট সময় : ০২:৪২:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৪ অক্টোবর ২০২২
- / ১৬৩০ বার পড়া হয়েছে
বালু নয়, যেন সোনার খনিতে পরিণত হয়েছে ফেনীর নদ-নদী গুলো। বালু তোলাকে কেন্দ্র করে ফেনীসহ চট্রগ্রামের মিরসরাই পর্যন্ত গড়ে উঠেছে অন্তত অর্ধশতাধিক সিন্ডিকেট। এদের দৌরাত্ম্যে ঘটছে সন্ত্রাসী কর্মকান্ড। জনপ্রতিনিধি থেকে শুরু করে অনেক প্রভাবশালী নিয়ন্ত্রণ করছে এসব সিন্ডিকেট।
জেলার ৫ টি নদনদীর ৮টি স্পটে বালুমহল ইজারা দেয়া হলেও অন্তত অর্ধশতাধিক স্থানে প্রভাবশালীরা ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে গড়ে তুলছে পাহাড়। স্থানীয়দের অভিযোগ,বালু বিক্রির নেশায় মাঠ নিয়ন্ত্রণে রাখতে তারা চালাচ্ছে হামলা ও নৈরাজ্য ।অবৈধভাবে বালু তোলায় সরকার যেমন হারাচ্ছে রাজ্বর্স্ব তেমনি অসময়ে নদী গর্ভে বিলীন হচ্ছে ভিটে-মাটি সহ বিভিন্ন প্রতিষ্ঠান।
এদিকে ইজারাদাররা বলছেন,সকল নিয়ম মেনে নির্ধারিত স্থানেই বালু তুলছেন। অন্যদিকে বহিরাগতরা নদীতে চালাচ্ছে ত্রাসের রাজত্ব। তাদের দাপটে কোণঠাসা তারা।
জেলা প্রশাসনের দাবী, অবৈধদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে শাস্তি দেয়া হচ্ছে।
গত ১৪ অক্টোবর জেলার সোনাগাজীতে অবৈধভাবে বালু তোলাকে কেন্দ্র করে গোলাগুলিতে বারইয়ারহাট পৌরসভার মেয়র সহ ৩ জন গুলিবিদ্ধ হয়েছেন। ঘটনায় পৃথক দুটি মামলাও হয়েছে।