নদীর গতিপথ খাল ও জলাশয় ভরাট করে স্থাপনা নির্মাণ করা যাবে না : প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০১:০৩:২৩ অপরাহ্ন, সোমবার, ১৬ অক্টোবর ২০২৩
- / ১৮৪২ বার পড়া হয়েছে
নীদর গতিপথ খাল ও জলাশয় ভরাট করে স্থাপনা নির্মান করা যাবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, আওয়ামীলীগ ক্ষমতায় আসার পর থেকে ব্যবসা-বাণিজ্য ও পণ্য পরিবহনে নৌপথের ব্যবহার বড়াতে উদ্যোগ নিয়েছে সরকার।
সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে দেশের ৬৫ টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থাপিত কমিউনিটি আই সেন্টার এবং পানি সম্পদ মন্ত্রনালয়ের অধিনে ৮০ টি সমাপ্ত প্রকল্পের শুভ উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এসময় প্রধানমন্ত্রী বলেন, সব উন্নয়নের সময় পানি সম্পদ ঠিক রাখার ব্যবস্থা করতে হবে। জলবায়ু পরিবর্তনের অভিঘাত থেকে দেশকে বাচাতে হবে। বর্তমানে দেশের ৯৮ ভাগ মানুষ সুপেয় পানি পান করছে বলেও জানান সরকার প্রধান। প্রধানমন্ত্রী বলেন, ২০০৯ থেকে ২০২৩ এ সময় সারাদেশে অনেক উন্নয়ন হয়েছে। জনগন নৌকাকে ভোট দিয়েছে বলে এত উন্নয়ন দেখছে দেশের মানুষ। এ সময়ে দারিদ্রের হারও কমেছে। আগামীতে দেশে হত দরিদ্র ও ভুমিহীন কেউ থাকবে না বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।