নমুনা পরীক্ষা প্রয়োজনের তুলনায় কম হচ্ছে স্বীকার করে জণগনকে আরো সচেতন হবার আহ্বান
- আপডেট সময় : ০৯:৪৯:০৮ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২০
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
করোনার উচ্চ ঝুঁকি কমাতে জনগণকে কঠোরভাবে সরকারি নির্দেশনা মেনে, ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবিলা করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তবে নমুনা পরীক্ষা প্রয়োজনের তুলনায় কম হচ্ছে স্বীকার করে জণগনকে আরো সচেতন হবার আহ্বান জানান তিনি। আর স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, সংকট মোকাবিলায় প্রয়োজন হলে আরো ২ হাজার চিকিৎসক নিয়োগ দেয়া হবে।
সোমবার সকালে সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিং করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, করোনার উচ্চ ঝুঁকি বিবেচনায় সরকার ঘোষিত কিছু জেলা ও সিটি করপোরেশনের সুনির্দিষ্ট এলাকায় জনসাধারণকে কঠোরভাবে সরকারি নির্দেশনা মেনে চলতে হবে।
ওবায়দুল কাদের বলেন, করেনার এই দুর্যোগে বাংলাদেশে সফররত চীনা বিশেষজ্ঞ টিম সরকারের নানান সীমাবদ্ধতা সত্ত্বেও চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ভূমিকার প্রশংসা করেছে। তবে জণগনের সচেতনতার অভাবকে দায়ী করেছেন তারা।
চীনে করোনা ভাইরাসের প্রতিষেধক ভ্যাকসিন আবিষ্কার হলে অগ্রাধিকার ভিত্তিতে বাংলাদেশে তা আসবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চীন থেকে আগত বিশেষজ্ঞ চিকিৎসক দলকে বিদায় জানানো উপলক্ষে বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে এক অনুষ্ঠানে সাংবাদিকদের এসব কথা জানান।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, চীনের কোভিড প্রাদুর্ভাবের সময়ে বাংলাদেশ যেভাবে পাশে ছিল, সেই একই উদারতা বন্ধুপ্রতীম বাংলাদেশের জন্য দেখাবে চীন সরকার ।