নরসিংদীতে প্রতি বছরই বাড়ছে হলুদ রঙের আখ চাষ
- আপডেট সময় : ০১:৫৭:১৪ অপরাহ্ন, বুধবার, ৬ অক্টোবর ২০২১
- / ১৫৪৩ বার পড়া হয়েছে
নরসিংদীতে প্রতি বছরই বাড়ছে হলুদ রঙের আখ চাষ। অন্যান্য ফসলের চেয়ে দীর্ঘমেয়াদী ও লাভ বেশি হওয়ায় ক্রমেই আখ চাষে ঝুঁকছেন কৃষকরা।আবহাওয়া ও মাটির গুণাগুণ ভালো থাকায় এ বছর ফলনও হয়েছে বাম্পার। এতে আশাবাদী হয়ে উঠেছেন চাষীরা। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে অচিরেই অধিক হারে পতিত জমিতে আখ চাষ সম্প্রসারণ সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
নানা জাতের ফল-ফসলে সমৃদ্ধ নরসিংদীতে ক্রমেই বাড়ছে আখের চাষ। সম্প্রতি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দেয়া ঈশ্বরদী ১৫, ১৭, ২৭ এবং বিএসআরআই-১ জাতের চারা রোপনের ফলে চলতি মৌসুমে আখের বাম্পার ফলন হয়েছে। খরচ-পরিশ্রম কম এবং বাজার চাহিদা ব্যাপক থাকায় দিন দিন চাষীদের আগ্রহ বাড়ছে আখ চাষে। বাণিজ্যিকভাবে চাষ করে স্বাবলম্বীও হচ্ছেন জেলার অনেক কৃষক। বিঘা প্রতি ৩০ থেকে ৪৫ হাজার টাকা খরচ করে আখ বিক্রি হচ্ছে দেড় থেকে দুই লক্ষ টাকা পর্যন্ত।
আকারভেদে প্রতিটি আখ খুচরা বাজারে বিক্রি হয় ২৫ থেকে ১২০ টাকা পর্যন্ত। কৃষকদের পাশাপাশি বছরের তিন মাস বাজারে বেচা-কেনায় লাভবান হচ্ছেন খুচরা ও পাইকারী ক্রেতা-বিক্রেতারাও।
কৃষি বিভাগ বলছে, আখ চাষে উদ্বুদ্ধ ও সম্প্রসারণ করতে চাষীদের নানাভাবে প্রশিক্ষণ, পরামর্শ ও প্রযুক্তিগত সহযোগিতা দিচ্ছে কৃষি বিভাগ।
চলতি মৌসুমে জেলায় ১৪০ হেক্টর জমিতে বিভিন্ন জাতের আখের চাষ হয়েছে।