নরসিংদীতে প্রভাবশালীদের দখলে থাকা খাস জমি উদ্ধারে নেমেছে প্রশাসন
- আপডেট সময় : ০২:৩৯:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২০
- / ১৫২৬ বার পড়া হয়েছে
নরসিংদীতে প্রভাবশালীদের দখলে থাকা খাস জমি উদ্ধারে নেমেছে জেলা প্রশাসন। গত দেড় মাসে শিল্প শহর মাধবদী ও আশ-পাশের এলাকা থেকে প্রায় ৫৫ কোটি টাকার খাসজমি দখল মুক্ত হওয়ায় খুশি স্থানীয়রা। এতে করে সরকারের রাজস্ব বৃদ্ধিসহ ভূমিহীনদের মধ্যে জমি বরাদ্দ দেয়ার সুযোগ সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে, জেলা প্রশাসন।
নরসিংদী পৌরসভা, সদর উপজেলার শিল্প শহর মাধবদী ও পাইকারচর, মহিষাশুরা, হাজিপুর, চিনিশপুর, মেহেরপাড়া, কাঠালিয়া এবং আমদিয়া ইউনিয়নের বিভিন্ন মৌজায় দীর্ঘদিন ধরে প্রভাবশালীদের দখলে রয়েছে শত শত একর খাসজমি। এসব জমি দখলে রেখে নির্মাণ করা হয় দোকানপাট, বাসাবাড়ি, শিল্পকারখানাসহ বিভিন্ন ধরনের অনুমোদনহীন স্থাপনা।
কোথাও কোথাও খাল ও নালা দখলের কারণে সৃষ্টি হয়েছে পানি নিষ্কাশনে প্রতিবন্ধকতা।অবৈধ দখলে থাকায় সরকার বঞ্চিত হয়েছে রাজস্ব থেকে। এসব খাসজমি উদ্ধারে তৎপর হয়েছে জেলা প্রশাসন। অভিযানে দীর্ঘদিন পর হলেও, খাসজমি দখলমুক্ত হওয়ায় খুশি স্থানীয়রা।
খাসজমি উদ্ধারে ১০আগস্ট থেকে উচ্ছেদ অভিযান শুরু হয়। গত দেড় মাসে দফায় দফায় চালানো এই অভিযানে সদর উপজেলার প্রায় ৫৫ কোটি টাকা মূল্যের ১১ একর খাসজমি দখলমুক্ত করা হয়েছে বলে জানান, এই কর্মকর্তা।
মুজিববর্ষ উপলক্ষে সরকারি জমি অবৈধ দখলমুক্ত করতে অভিযান চালানো হয়েছে বলে জানান, জেলা প্রশাসক।
জেলায় গত আড়াই বছরে খাসজমি উদ্ধার হয়েছে প্রায় ২১ একর। এরমধ্যে গত দেড় মাসে সদর উপজেলায় উদ্ধার হয়েছে প্রায় ১১ একর। খাসজমি উদ্ধারে এই অভিযান অব্যাহত রয়েছে বলে জানায়, জেলা প্রশাসন।