নরসিংদীর স্বাধীন বাহিনীর প্রধানসহ ১২ জন গ্রেফতার, অস্ত্র ও গুলি উদ্ধার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:১৪:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ নভেম্বর ২০২১
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
ইউপি নির্বাচনের সহিংসতা প্রতিরোধে নরসিংদীর বিভিন্ন উপজেলায় রেবের অভিযানে স্বাধীন বাহিনীর প্রধান স্বাধীনসহ ১২ জনকে গ্রেফতার করা হয়েছে। আলোকবালী চর থেকে এসময় দেশীয় অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
রায়পুরা উপজেলার মির্জারচর, নীলক্ষায় অভিযান করা হয়। রেব জানায়, ভোর সোয়া ৫টার দিকে রায়পুরা থানার মির্জারচর এলাকার চিহ্নিত অস্ত্রধারী সন্ত্রাসী স্বাধীনসহ ১২জনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে রায়পুরাসহ বিভিন্ন থানায় খুন, হত্যাচেষ্টাসহ একাধিক অস্ত্র মামলা আছে। তারা দীর্ঘ দিন ধরা-ছোঁয়ার বাইরে ছিল বলে জানান নারায়ণগঞ্জ রেব-১১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল তানভীর মাহমুদ পাশা। আধিপত্য বিস্তারে তাদের অস্ত্র ব্যবহার করতো বলেও জানান তিনি।