নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ৫ ট্রাস্টিসহ নয়জনের বিরুদ্ধে চার্জশিট
- আপডেট সময় : ০৯:৫৮:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অক্টোবর ২০২২
- / ১৫৮২ বার পড়া হয়েছে
প্রায় ৩০৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগে বেসরকারি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ৫ ট্রাস্টিসহ নয়জনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে দুর্নীতি দমন কমিশন বৃহস্পতিবার এই চার্জশিট দেয়া হয় দুর্নীতিবিরোধী সংস্থাটির পক্ষ থেকে। এদিকে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খানের অনিয়ম, নিয়োগ–বাণিজ্য ও বিভিন্ন প্রকল্পে অর্থ লুটপাট সম্পর্কে ২য় দিনে ওয়াসার ৩ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করছে দুদক। ওয়াসার দুর্নীতির বিষয়ে তদন্ত চলছে। কোন দুর্নীতি পেলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় দুদক সচিব।
৩০৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান আজিমউদ্দিন ও চার সদস্যসহ মোট ৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন।
পরে দুদক সচিব বলেন, বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের অনুমোদন ছাড়াই নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে জন্য কেনা জমি বাবদ ৩০৪ কোটি টাকা খরচ দেখিয়ে আত্মসাতের তথ্যের তদন্ত চলছে।
একই মামলায় আরো তিনজনকে নতুন করে চার্জশিটে অন্তর্ভুক্ত করা হয়েছে।
এদিকে, ওয়াসার দুর্নীতির বিষয়ে দুদক সচিব মাহবুব হোসেন জানান, তদন্ত চলছে, দুর্নীতির সত্যতা পেলে ব্যবস্থা নেয়া হবে।
জিজ্ঞেসাবাদ শেষে ওয়াসা কর্মকর্তারা বেরিয়ে যাওয়া সময় তাদের কাছে প্রশ্ন রাখেন সাংবাদিকরা। কিন্তু ক্যামেরা দেখে, কথা বলার অনুমতি নেই বলে এড়িয়ে যান তারা।