নাইকো দুর্নীতি মামলার অভিযোগ গঠনের শুনানি আজ
- আপডেট সময় : ০১:৫৫:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ মার্চ ২০২১
- / ১৫১৮ বার পড়া হয়েছে
নাইকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে অসমাপ্ত অভিযোগ গঠনের শুনানি অনুষ্ঠিত হবে আজ।
বৃহস্পতিবার দুপুরে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে স্থাপিত অস্থায়ী আদালতে ঢাকার ৯ নম্বর বিশেষ জজ শেখ হাফিজুর রহমানের আদালতে খালেদা জিয়ার অনুপস্থিতিতেই এ অভিযোগ গঠনের শুনানি অনুষ্ঠিত হবে। এর আগে, গত ২ মার্চ আলোচিত এ মামলার আংশিক অভিযোগ গঠনের শুনানি অনুষ্ঠিত হয়। এসময় দুদকের পক্ষে শুনানি করেন তাদের কৌঁসুলি মোশাররফ হোসেন কাজল। পরে বেগম জিয়াকে নির্দোশ দাবি করে আদালতে শুনানি করেন তার আইনজীবীরা। কানাডিয়ান প্রতিষ্ঠান নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের আর্থিক ক্ষতিসাধন ও দুর্নীতির অভিযোগে ২০০৭ সালের ৯ ডিসেম্বর দুদকের সহকারী পরিচালক মুহাম্মদ মাহবুবুল আলম তেজগাঁও থানায় খালেদা জিয়াসহ পাঁচজনের বিরুদ্ধে দুর্নীতির মামলাটি করেন।