নাইজেরিয়ান প্রতারক চক্রের মূল হোতা কায়েসসহ ৩ জন গ্রেপ্তার
- আপডেট সময় : ০৮:৫৬:১৬ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২০
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
নাইজেরিয়ান প্রতারক চক্রের ব্যাংক একাউন্ট সরবরাহকারী মূল হোতা কায়েসসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে সিআইডির সাইবার টিম । দুপুরে মালিবাগ সিআইডি সদর দপ্তরে সংবাদ সম্মেলনে এ সব তথ্য জানান সংস্থাটির সাইবার ক্রাইমের বিশেষ পুলিশ সুপার রেজাউল মাসুদ। এ সময় তিনি জানান, এই চক্রটি বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে একাউন্ট হোল্ডার সংগ্রহ করতো। মূল হোতা কায়েস ব্যাংকে একাউন্ট খুলে নাইজেরিয়ানদের সরবরাহ করত। আসামীদের কাছ থেকে ৪৮ টি চেক বই জব্দ করা হয়েছে। সংবাদ সম্মেলনে অনলাইনে ভিআইপি সিম বিক্রির নামে প্রতারণার অভিযোগে মিঠুন সরকার নামে অপর একজনকে গ্রেপ্তারের কথাও জানান তিনি।
নাইজেরিয়ান প্রতারক চক্রের ব্যাংক একাউন্ট সরবরাহকারীর মূল হোতা কায়েসসহ ৩ জনকে গ্রেপ্তারের পর সংবাদ সম্মেলন করে সিআইডির সাইবার ইউনিট । এসময় এই প্রতারক চক্রের গ্রেফতারের বিষয়ে নানা তথ্য তুলে ধরেন সংস্থাটির সাইবার ক্রাইমের বিশেষ পুলিশ সুপার রেজাউল মাসুদ।
এসময় অনলাইনে ভিআইপি সিম বিক্রির নামে প্রতারণার অভিযোগে মিঠুন সরকার নামে অপর একজনকে গ্রেপ্তারের কথা জানিয়ে রেজাউল মাসুদ কাউকে রাস্তা বা অনলাইন থেকে সিম না কেনার আহবান জানান।
তিনি জানান, গত ১ বছরে ফেসবুকে অনেকগুলো পেজ খুলে ভিআইপি সিম বিক্রির নামে প্রতারণা করে আসছিলো মিঠুন।