নাইজেরিয়ায় স্কুলে ৪শ’ শিক্ষার্থীকে অপহরণ : বন্দুকধারীদের সাথে সেনাবাহিনীর গুলিবিনিময়
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৩৫:১৯ অপরাহ্ন, রবিবার, ১৩ ডিসেম্বর ২০২০
- / ১৫২৬ বার পড়া হয়েছে
নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় রাজ্য ক্যাটসিনায়ার মাধ্যমিক স্কুলের ৪শ’ শিক্ষার্থীকে অপহরণকারী বন্দুকধারীদের সাথে গুলিবিনিময় হয়েছে সেনাবাহিনীর। দেশটির প্রেসিডেন্টের দেয়া বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।
কানকারা জেলার সরকারি বিজ্ঞান মাধ্যমিক বিদ্যালয়ে একে-৪৭ রাইফেল নিয়ে একটি ডাকাত দল হামলা চালায়।
অভিভাবক ও স্কুলকর্মীরা জানায়, অন্তত ৪০০ স্কুলশিক্ষার্থী নিখোঁজ রয়েছে। প্রেসিডেন্ট মোহাম্মদ বুহারির নিজ এলাকাতেই এ হামলার ঘটনা ঘটে। প্রেসিডেন্ট মোহাম্মদ বুহারি শিক্ষার্থীদের ওপর ডাকাত দলের কাপুরুষোচিত হামলার তীব্র নিন্দা জানান। শিক্ষার্থী, স্কুল কর্তৃপক্ষ ও আহতদের পরিবারের প্রতি সমবেদনাও জানান তিনি। পুলিশ জানায় অপহৃত শিক্ষার্থীদের খুঁজে বের করতে তারা সেনাবাহিনী ও বিমানবাহিনীর সঙ্গে একযোগে কাজ করছে।