নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গের অপকৌশলে বিএনপি : ওবায়দুল কাদের
- আপডেট সময় : ০৬:৩৬:৫৪ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২০
- / ১৫৩৩ বার পড়া হয়েছে
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচন ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করতেই নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করার অপকৌশল গ্রহণ করেছে বিএনপি। সকালে নিজ বাসভবনে ব্রিফিংকালে নির্বাচনী পরিবেশ নিয়ে বিএনপি নেতাদের অভিযোগের জবাবে এ কথা বলেন তিনি। এ সময় সম্প্রতি ঘোষিত সহযোগী সংগঠনগুলোর কমিটির বিষয়ে যে কোন অভিযোগ দলীয় গঠনতন্ত্র অনুযায়ী বৈধভাবে সমাধান করা হবে বলেও জানান সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বুধবার সকালে সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে সরকারি বাসভবনে গণমাধ্যমে ব্রিফিং আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বিএনপির সময় নির্বাচন মানেই সংঘাত আর প্রাণহানি, উল্লেখ করে বিএনপি নেতাদের অভিযোগের জবাব দেন সেতুমন্ত্রী।
এ সময় সহযোগী সংগঠনগুলোর কমিটি নিয়ে যে কোন অভিযোগের প্রতিকারের ব্যবস্থা রয়েছে বলে জানান ওবায়দুল কাদের।
এছাড়া শিগগিরই জেলা ও মহানগর কমিটি ঘোষণা করা হবে বলেও জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।