নাটোর সদর হাসপাতালের নিরাপত্তা কর্মীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে দুই ঘন্টার কর্ম বিরতি পালন
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৪৬:৩৩ অপরাহ্ন, বুধবার, ১০ নভেম্বর ২০২১
- / ১৫৩২ বার পড়া হয়েছে
নাটোর সদর হাসপাতালের নিরাপত্তা কর্মী সুজন কুমার দাসের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে দুই ঘন্টার কর্ম বিরতি পালন করেছে হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরা।
সকাল ১০ টা থেকে এই কর্ম বিরতি শুরু করেন তারা। তবে এ সময় জরুরী বিভাগের সেবা কার্যক্রম চালু ছিলো।এসময় তারা এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা না হলে পরবর্তীতে আরো কর্মসূচি গ্রহণের ঘোষণা দেন তারা। সদর হাসপাতালের প্রধান সহকারী স্বপ্না ঠাকুর জানান, গতকাল বিকেলে হাসপাতালে দায়িত্ব পালনরত অবস্থায় কয়েকজন সন্ত্রাসী নিরাপত্তা কর্মী সুজন কুমার দাসের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে সুজনের ডান পা জখম হয়। এসময় স্থানীয়রা এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে আহত অবস্থায় সুজনকে হাসপাতালে ভর্তি করা হয়।