নাটোরে ডাকাতি হয়ে যাওয়া গরুর ট্রাক উদ্ধার
- আপডেট সময় : ০৬:৩৬:৩৭ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২০
- / ১৫৬৪ বার পড়া হয়েছে
নাটোরে ডাকাতি হয়ে যাওয়া গরুর ট্রাকটি উদ্ধার হয়েছে। দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ডাকাতির সাথে জড়িত আন্তঃজেলা ৫ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান, নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একাব্বরপুর এলাকার গরু ব্যবসায়ী মোহাম্মদ সিরাজ গত ১৭ জুলাই দিনাজপুর জেলার আমবাড়ি গরুহাট থেকে ১৬টি গরু কিনে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হন। পথিমধ্যে ১৮ জুলাই রাত আড়াইটার দিকে নাটোরের বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে গরুর মালিক ও রাখালকে মারপিট করে গরু বোঝাই ট্রাকটি ডাকাতদল লুট করে। এ ব্যাপারে নাটোরের বড়াইগ্রাম থানায় মামলা হলে পুলিশ অভিযান চালায়। ২৯ জুলাই ফরহাদ, বিল্লাল হোসেন ও ফজলে রাব্বিকে গ্রেফতার করা হয়। তাদের দেয়া তথ্যমতে অপর দুই অভিযুক্ত আব্দুল আওয়াল ও বাবুল মিয়াকে মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার চট্টগ্রাম রোডে অভিযান চালিয়ে ডাকাতির কাজে ব্যবহৃত ট্রাকটিসহ গ্রেফতার করা হয়। গরুর ট্রাক উদ্ধার হলেও গরু উদ্ধার করা যায়নি।