নাটোরে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

- আপডেট সময় : ০২:৪০:৩২ অপরাহ্ন, শনিবার, ২৭ মে ২০২৩
- / ১৫৯৩ বার পড়া হয়েছে
নাটোরে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। জনসমাবেশে জেলা ছাত্রলীগ নেতাকর্মীরা ইটপাটকেল নিক্ষেপ করেছে বলে অভিযোগ উঠেছে। বিস্ফোরিত ককটেল আলামতসহ অবিস্ফোরিত আরও দুটি ককটেল উদ্ধার করে পুলিশ।
সকালে শহরের আলাইপুরে জেলা বিএনপি কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। এতে কেউ হতাহত হয়নি। নাটোর সদর থানার ওসি দুটি বিস্ফোরিত ও দুইটি অবিস্ফোরিত ককটেল উদ্ধারের কথা জানান। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ জানান, সমাবেশ ভন্ডুল করতে আওয়ামী লীগ নেতাকর্মীরা সমাবেশস্থলসহ আশেপাশে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে।
এদিকে.. যশোরে বিএনপির সমাবেশ প্রতিহতের হুমকি দিয়েছে যশোর জেলা আওয়ামী লীগ। এ ঘোষণার পরই সমাবেশে লাঠি মিছিল নিয়ে
হাজির হচ্ছেন বিএনপি নেতাকর্মীরা। দলীয় পতাকার সঙ্গে লাঠি-সোঁঠা বহন করতে দেখা গেছে তাদের। সমাবেশে প্রধান অতিথি বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।