নাটোরে ভূয়া সংস্কার দেখিয়ে তুলে নেয়া হয়েছে ১৯ লাখ টাকা
- আপডেট সময় : ০৭:০৭:০৪ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২০
- / ১৫৩২ বার পড়া হয়েছে
নাটোরে সড়ক ও জনপথ বিভাগের শ্রমিক-কর্মচারিদের বাসভবনের ভূয়া সংস্কার দেখিয়ে তুলে নেয়া হয়েছে ১৯ লাখ টাকা। আর, মেকানিক্যাল সেড নির্মাণে ৭শ’ টাকার টিনের দাম ধরা হযেছে পাঁচ হাজার টাকা। ঠিকাদারের সহযোগিতায় এ সব অনিয়মের মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে সওজের উপ-বিভাগীয় প্রকৌশলী ইউনুস আলীর বিরুদ্ধে। এছাড়া, সরকারি গাছ কেটে বানিয়েছেন, ব্যক্তিগত ফার্নিচার। বিস্তারিত মোস্তাফিজুর রহমান টুটুলের প্রতিবেদন।
নাটোর সড়ক ও জনপথ বিভাগের অফিস চত্বরে পরিবার নিয়ে বসবাস করে চতুর্থ শ্রেণীর অন্তত: ১০ কর্মচারি। দীর্ঘ দিন ধরে সংস্কার না হওয়ায় চরম দুর্ভোগের মধ্যে বসবাস করছেন তারা। টিনের চালে ফুটো থাকায় বৃষ্টি সরাসরি ঘরে পড়ে। ভাড়া কম বলে, সমস্যা নিয়েই বসবাস করেন তারা।
তবে, বাসাগুলো সংস্কারের জন্য গত ১৪মে পত্রিকায় ১৯লাখ টাকার দরপত্র আহবান করে সওজ। কিন্তু, সংস্কার না করেই পুরো টাকা তুলে নিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান। এছাড়া, ল্যাব ও মেকানিক্যাল সেড সংস্কারেও প্রতিটি সাত’শ টাকার ঢেউটিনের দাম ধরা হয়েছে পাঁচ হাজার টাকা। সে টাকাও তুলে নিয়েছে আরেকটি ঠিকাদারি প্রতিষ্ঠান। তবে, অভিযোগ অস্বীকার করেন তারা।
এ সব অনিয়মের সাথে নাটোর সওজের উপ-বিভাগীয় প্রকৌশলী ইউনুস আলীর নাম উঠে এসেছে।ঠিকাদারের সহযোগিতায় প্রকল্প দুটি থেকে হাতিয়ে নিয়েছেন ৩৫ লাখ টাকা। এছাড়া, টেন্ডার ছাড়াই অফিস চত্বরের ১০টি গাছ কাটার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
নিজেকে নির্দোষ দাবি করেন, ইউনুস আলী।
নাটোর সওজের নির্বাহী প্রকৌশলী জানান, অভিযোগ খতিয়ে দেখে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
সরকারি গাড়ি ব্যবহারের নীতিমালা ভঙ্গেরও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। দ্রুত ইউনুস আলীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবী জানিয়েছে, স্থানীয় দুর্নীতি প্রতিরোধ কমিটি।