নাটোরে মিনি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে ইজিবাইক চালক ও এক যাত্রীর মৃত্যু
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৪৩:৫৯ অপরাহ্ন, সোমবার, ৪ জুলাই ২০২২
- / ১৫৬৩ বার পড়া হয়েছে
নাটোরের সিংড়ায় মিনি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে ইজিবাইক চালক ও এক যাত্রীর মৃত্যু হয়েছে।
উপজেলার চৌগ্রাম মুচিপাড়ায় মাল বোঝাই মিনি ট্রাকের সাথে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ইজিবাইক চালক আব্দুল আজিজ মারা যায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার এবং আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আহত যাত্রী আব্দুল কুদ্দুসের অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে সেখানেই মৃত্যু হয় তার।