নাটোরের বড়াইগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৭; গুরুতর আহত ৩৫
- আপডেট সময় : ০৪:০০:৩৬ অপরাহ্ন, শনিবার, ৭ মে ২০২২
- / ১৫৬৩ বার পড়া হয়েছে
নাটোরের বড়াইগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৭ জন নিহত এবং বিশজন আহত হয়েছে। সকাল এগারটায় বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পৌরসভার গাজী অটো রাইস মিলের সামনে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানায় ঢাকা থেকে ছেড়ে আসা ন্যাশনাল ট্রাভেলস এবং বনপাড়া থেকে ছেড়ে যাওয়া সিয়াম ট্রাভেলসের সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ৭ জন নিহত হয় এবং কমপক্ষে ৩৫ জন আহত হয়। বনপাড়া হাইওয়ে থানা পুলিশ এবং বনপাড়া ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে প্রেরণ করেন।
নওগাঁর মহাদেবপুরের একটি ডোবা থেকে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
তবে তার নাম-পরিচয় নিশ্চিত করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। স্থানীয় থানা কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, সকাল সাড়ে ৭ টার দিকে উপজেলার বলিহার ব্রীজের নিচে জমে থাকা পানিতে ওই বৃদ্ধার মৃতদেহ দেখতে পায় স্থানীয়রা। তবে বেশ কয়েকদিন পানিতে পড়ে থাকায় চেহারা শনাক্ত করা যাচ্ছে না সহজে। ময়না তদন্ত শেষে পরিবারের খোঁজ পাওয়া গেলে হস্তান্তর করা হবে।
নোয়াখালীর সেনবাগ উপজেলায় পৃথক পৃথক স্থানে পুকুরের পানিতে ডুবে জমজ দুই সহদর ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু হয়েছে।
নিহতরা হলেন, সেনবাগ পৌরসভার বিন্নাগুনি গ্রামের অলি কোম্পানীর বাড়ির মোস্তফার ছেলে আলিফ ও মাহির এবং উপজেলা কেশারপাড় ইউনিয়নের বায়তুল্লাহ বীরকোট গ্রামের ইউসুফের মেয়ে মাহী। স্থানীয়রা জানায়, শুক্রবার দুপুরে সেনবাগ পৌরসভার বিন্নাগুনি গ্রামের মোস্তফার দুই যমজ ছেলে মেয়ে পুকুর পাড়ে খেলা করতে যায়। দীর্ঘক্ষণেও শিশুরা ঘরে ফিরে না আসায় পরিবারের সদস্যরা খোজাখুজির একপর্যায়ে তাদের লাশ পুকুরের পানিতে ভাসতে দেখে। উদ্ধার করে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেএ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন। এর আগে ৫ মে বিকেল ৫ টারদিকে বীরকোট গ্রামের ইউসুফের এক বছরের মেয়ে মাহী খেলা করতে গিয়ে একই বাড়ির মতিন মিয়ার রান্না ঘরের পানির বালতিতে উপড় হয়ে পড়ে মারা যায়।