নাদিম হত্যাকাণ্ডের ঘটনায় আদালতে প্রধান আসামি বাবুর স্বীকারোক্তি
- আপডেট সময় : ১০:২৮:১২ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জুন ২০২৩
- / ১৫৯২ বার পড়া হয়েছে
জামালপুরের বকশীগঞ্জে সাংবাদিক গোলাম রব্বানি হত্যাকাণ্ডের ঘটনায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার প্রধান আসামি মাহমুদুল আলম ওরফে বাবু। জেলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. হাসিব উল্লাহ পিয়াস তাঁর জবানবন্দি রেকর্ড করেন।
পরে আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে আসামি গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। এর আগে গত বৃহস্পতিবার হত্যাকাণ্ডে সরাসরি সম্পৃক্ত থাকার কথা স্বীকার করে আসামি রেজাউল করিম ও মো. মনিরুজ্জামান জামালপুরের জ্যেষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তানভীর আহমেদের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। মামলায় গ্রেপ্তার ১৩ আসামির মধ্যে গত তিন দিনে তিনজন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। মাহমুদুল আলম বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের সাময়িক বরখাস্ত হওয়া চেয়ারম্যান। তিনি সাধুরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। সাংবাদিক হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আওয়ামী লীগ তাঁকে সাময়িকভাবে বহিষ্কার করেছে। তিনি সাংবাদিক গোলাম রব্বানি হত্যা মামলার প্রধান আসামি।