নানা আনুষ্ঠানিকতায় সারাদেশে পালিত হচ্ছে মে দিবস
- আপডেট সময় : ০৫:১৩:২৮ অপরাহ্ন, সোমবার, ১ মে ২০২৩
- / ১৬৪৫ বার পড়া হয়েছে
মহান মে দিবস আজ। বিশ্বব্যাপী শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের স্বীকৃতির দিন। দিবসটি উপলক্ষে সারাদেশে বিভিন্ন সংগঠনের ব্যানারে রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এসব সভায় মূল্যস্ফীতির সাথে সমন্বয় করে শ্রমিকদের মজুরি ও বেতন বৃদ্ধির দাবী জানানো হয়।
শ্রমীকদের অধিকার নিশ্চিত করার প্রত্যয় নিয়ে মহান মে দিবসে নানা কর্মসুচী পালিত হয়েছে বন্দর নগরী চট্টগ্রামে। নগরীর টাইগারপাস মোড়, নিউ মার্কেট, কাজিরদেউরী, বন্দর, বাংলাবাজার ঘাটসহ নগরীর বিভিন্ন পয়েন্টে এসব কর্মসুচী পালন করে শ্রমীক কর্মচারীদের বিভিন্ন সংগঠন।
রাজশাহীতে একটি কমিউনিটটি সেন্টারে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার।
সিলেটে বর্ণাঢ্য রেলি করেছে জেলা প্রশাসন। সকাল১০টায় সিলেটের জেলা প্রশাসকের কার্যালয় থেকে রেলিটি শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
বরিশালে মে দিবস উপলক্ষে বিভিন্ন সংগঠনের ব্যানারে রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে দলীয় কার্যালয়ের সামনে থেকে বিশাল রেলি বের করে বরিশাল জেলা ও মহানগর শ্রমিকলীগ।
রংপুরে শ্রমিকদের কর্মঘন্টা ৮ ঘন্টা করা, ন্যায্য মজুরী নিশ্চিতের উপর গুরুত্বারোপ করা হয়। এছাড়া বিভিন্ন শ্রমিক সংগঠনের উদ্যোগে রেলী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
খুলনায় দিবসটি উপলক্ষ্যে আয়োজিত রেলিতে সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, শ্রমিক-মালিক-কর্মচারী, ট্রেড ইউনিয়নের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।
শ্রমিক মালিক ঐক্য করি স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি এই প্রতিপাদকে সামনে রেখে জামালপুরে মহান মে দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
মে দিবস উপলক্ষে সাতক্ষীরায় বর্ণাঢ্য রেলী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা শ্রমিক দলের আয়োজনে শহরের ইটাগাছা হাটের মোড় থেকে একটি বর্ণাঢ্য রেলী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
মহান মে দিবস উপলক্ষে যশোরে রেলী অনুষ্ঠিত হয়েছে। ‘শ্রমিক মালিক ঐক্য গড়ি স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’ স্লোগানে জেলা প্রশাসনের উদ্যোগে রেলী বের করা হয়।
এছাড়াও কুড়িগ্রাম, বেনাপোল, মাগুরা, চাঁপাইনবাবগঞ্জ, বরগুনা, মেহেরপুর, নওগাঁ, জয়পুরহাট, সিরাজগঞ্জ, ঝিনাইদহ, নেত্রকোণা, ফরিদপুর ও নাটোরে নানা আয়োজনে মে দিবস পালিত হয়েছে।