নানা আয়োজনে পালিত হচ্ছে আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আপডেট সময় : ০২:০০:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৩ জুন ২০২১
- / ১৫২১ বার পড়া হয়েছে
নানা আয়োজনে পালিত হচ্ছে আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী। দিনটি উপলক্ষে সকালে ধানমন্ডির ৩২ নাম্বারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে দলের পক্ষ থেকে শীর্ষ নেতাদের নিয়ে শ্রদ্ধা জানায়, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এময় তিনি বলেন, কোন ষড়যন্ত্রই আওয়ামী লীগকে জনগণ থেকে আলাদা করতে পারবে না। এদিকে, দলটির সভাপতিমন্ডলীর সদস্য ফারুক খানের নেতৃত্বে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানায় নেতা-কর্মীরা। ।
বুধবার সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে তিনি শ্রদ্ধা জানান দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শ্রদ্ধা নিবেদন শেষে কিছুক্ষণ নিরবে দাঁড়িয়ে থাকেন তিনি।
পরে, শীর্ষ নেতাদের সঙ্গে নিয়ে দলের পক্ষে শ্রদ্ধা জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শ্রদ্ধা নিবেদন শেষে তিনি বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে আওয়ামী লীগ সংগ্রাম, সাফল্য, গৌরব ও অর্জনের ঐতিহ্য বহন করে আসছে। ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।
পরে একে একে শ্রদ্ধা নিবেদন করেন সহযোগী সংগঠনসহ মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীরা। এদিকে, গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বঙ্গবন্ধুর সমাধি সৌধে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ফারুক খান। এসময় তিনি বলেন, উন্নয়নের ধারা অব্যাহত থাকলে আগামী ২০২৩ সালের মধ্যে বাংলাদেশ হবে বিশ্বের ২৩তম অর্থনৈতিক দেশ। উন্নয়ন অব্যাহত রাখতে সরকারের ধারবাহিকতার প্রতিও জোর দেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর এই সদস্য।