নানা আয়োজনে, রাজধানী ঢাকাসহ সারাদেশে উদযাপিত হলো আন্তর্জাতিক আদিবাসী দিবস
- আপডেট সময় : ০৭:১৪:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ অগাস্ট ২০২২
- / ১৬৮৬ বার পড়া হয়েছে
নানা আয়োজনে, রাজধানী ঢাকাসহ সারাদেশে উদযাপিত হলো আন্তর্জাতিক আদিবাসী দিবস। এবারের প্রতিপাদ্য ‘ঐতিহ্যগত জ্ঞান সংরক্ষণ ও বিকাশে আদিবাসী নারীদের ভূমিকা।’ এ উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে আদিবাসী ফোরামের সমাবেশে শ্রী জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় সন্তু লারমা বলেন, ২৫ বছরেও পার্বত্য শান্তি চুক্তির বাস্তবায়ন হয়নি। এক্ষেত্রে সরকারেরর স্বদিচ্ছা ও আন্তরিকতার অভাব রয়েছে বলে দাবি করেন তিনি। সমাবেশে বক্তারা, আদিবাসী হিসেবে স্বীকৃতিসহ ১১ দফা বাস্তবায়নের দাবি জানান।
প্রতি বছর এবারও ৯ আগস্ট বিশ্বের অন্য দেশের মতো বাংলাদেশে না আয়োজনে উদযাপিত হয় আন্তর্জাতিক আদিবাসী দিবস।
আদিবাসী হিসেবে স্বীকৃতিসহ ১১ দফা দাবিতে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ সাস্কৃতিক অনুষ্ঠান ও রেলির আয়োজন করে আদিবাসী ফোরাম।
রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি, নাগরিক হিসেবে অন্য সবার মতো মৌলিক অধিকারসহ ১১ দফা দাবি তুলে ধরেন আদিবাসীরা।
আদিবাসীদের দাবি আদায়ে সোচ্চার হওয়ার আহ্বান জানান সমাবেশে আমন্ত্রিত বিশিষ্টজনরা।
সমাবেশের সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় শন্তু লারমা, আদিবাসীদের সমস্যা সমাধানে সরকারেরআন্তরিকতা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, দীর্ঘ ২৪ বছরেও পার্বত্য চট্টগ্রাম চুক্তির বাস্তবায়ন করেনি সরকার।
সমাবেশ শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে স্বকীয় কৃষ্টি ও সংস্কৃতি তুলে ধরেন আদিবাসীরা।
বর্নাঢ্য রেলির মাধ্যমে, শেষ হয় ফোরামের আন্তর্জাতিক আদিবাসী দিবসের কর্মসূচি।