নানা আয়োজনে শুভ বড়দিন উদযাপন করছেন খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ

- আপডেট সময় : ০৭:৪২:৩১ অপরাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০১৯
- / ১৫৭০ বার পড়া হয়েছে
সারাদেশে ধর্মীয় ভাব-গাম্ভীর্য ও নানা আয়োজনে শুভ বড়দিন উদযাপন করছেন খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে সায়ীকা সাম্মার ডেস্ক প্রতিবেদন।
রাজশাহীতে গির্জাগুলোতে অনুষ্ঠিত হয় বিশেষ অনুষ্ঠান ও প্রার্থনা। নগরীর বাগানপাড়ায় উত্তম মেষপালক ক্যাথিড্রাল চার্চে আয়োজন করা হয় সবচেয়ে বড় অনুষ্ঠানের। এখানে যিশু খ্রিস্টের অনুসারীরা সমবেতস্বরে গেয়ে উঠেন, ‘ঊর্ধ্বলোকে ঈশ্বরের মহিমা এবং পৃথিবীতে তাহার প্রিয়পাত্র মনুষ্যদের মধ্যে শান্তি।’বড়দিন উপলক্ষে রাজশাহীর খ্রিস্টান সম্প্রদায় বেথলহেমের সেই আবহ সৃষ্টি করতে তাদের বাড়িতে তৈরি করেন প্রতীকী গোশালাও। পরে নানা খাবারও উপহার বিতরণ করা হয়।
চট্টগ্রামে রাত থেকেই গির্জায় গির্জায় শুরু হয় বড়দিনের আনুষ্ঠানিকতা।নগরী ও জেলার গির্জাগুলোতে বড়দিনের অনুষ্ঠান ছিল দিনভর।এর মধ্যে পাথরঘাটা জপমালা গীর্জায় রাতে ও সকালে ছিল খ্রিস্টান ধর্মাবলম্বীদের সম্মিলিত প্রার্থনা।এতে দেশ-জাতির মঙ্গল কামনা করা হয়।এছাড়া বড়দিন উপলক্ষে নগরীর তারকা হোটেলগুলোতে বিশেষ আয়োজন করা হয়েছে।
বরিশাল নগরীর অক্সফোর্ড, ব্যাপ্টিস্ট এবং ক্যাথলিক চার্চে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রার্থনা, কীর্তন, বাইবেল পাঠ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আনুষ্ঠানিকতায় যীশু খৃস্টের জন্মদিন পালন করছেন ভক্তরা।
উপাসনা, পাঠ, সংগীত পরিবেশন ও কেক কাটার মধ্য দিয়ে রংপুরেও বড়দিন উদযাপন করছে খ্রীষ্ট মতালম্বীরা । রংপুরের ব্যাপটিস্ট ও ক্যাথলিক চার্চগুলোতে উপাসনার জন্য আসে খ্রিষ্টিয় ধর্মাবলম্বীরা।পরে ফাদারের নেতৃত্বে উপাসনা, বাইবেল পাঠ ও সংগীতে অংশ নেন তারা।সবশেষ কেক কেটে বড়দিন উদযাপন করা হয়। এছাড়াও রংপুরের একমাত্র পাঁচ তারকা মানের গ্রান্ড প্যালেস হোটেল এন্ড রিসোর্টসহ নগরীর হোটেল-মোটেল গুলোতে বড় দিন উপলক্ষে রাখা হয়েছে নানা আয়োজন।
বগুড়ায় উৎসব মুখর পরিবেশে খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন পালিত হচ্ছে।বগুড়ার শহরের খান্দারের খ্রিস্টান চার্চে বিশেষ প্রার্থনায় যোগ দেন খ্রিস্টান সম্প্রদায়ের মানুষেরা।
খ্রীস্টান ধর্মালম্বীদের সর্ববৃহত্তর ধর্মীয় উৎসব পালনে খুলনাতে নানা আয়োজনের মধ্যেদিয়ে উদযাপিত হচ্ছে।বড়দিনকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপির পক্ষ থেকে তাদের সমর্থকদের সাথে নিয়ে শুভেচ্ছা জানান গির্জায়।
ময়মনসিংহে সাধু পেট্রিকের ক্যাথেড্রল র্গীজায় বড়দিনের প্রার্থনা করান জেলার প্রধান ধর্মপাল পল পনেন কুবি।প্রার্থনায় বিশ্ব মানব জাতির শান্তি প্রতিষ্ঠা এবং সন্ত্রাস জঙ্গীবাদমুক্ত ও সমৃদ্ধশীল দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন খ্রীস্টান ধর্মাবলম্বীরা।
এছাড়া বান্দরবান,বেনাপোল,দিনাজপুর,ঝিনাইদহ,মানিকগঞ্জ,মেহেরপুর,নড়াইল,শেরপুর,সুনামগঞ্জসহ সারাদেশে নানা আয়োজনে বড়দিন উদযাপিত হয়েছে।