নানা কর্মসুচির মধ্যদিয়ে পালিত হলো আনিসুল হকের তৃতীয় মৃত্যুবার্ষিকী
- আপডেট সময় : ০৯:১০:৫৩ অপরাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২০
- / ১৫৪৩ বার পড়া হয়েছে
দিনভর নানা কর্মসুচির মধ্যদিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আনিসুল হকের তৃতীয় মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে তার পরিবারের পাশাপাশি ডিএনসিসির পক্ষ থেকে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দিবসটি উপলক্ষে পরিবারের পক্ষ থেকে সকাল সাড়ে ১০টায় বনানী কবরস্থানে মেয়র আনিসুল হকের কবরে শ্রদ্ধা জানান তার ছেলে নাভিদুল হক। বাদ জোহর গুলশানে ডিএনসিসির নগর ভবনে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়েছে। আনিসুল হকের ছেলে নাভিদুল হক বলেন, ‘করোনার কারণে এবছর একটু ব্যতিক্রমভাবে বাবার মৃত্যুবার্ষিকী পালন করা হচ্ছে। এর পরেও নগরীর বিভিন্ন এতিমখানায় দুই হাজার এতিমের জন্য খাবারের আয়োজন করা হয়েছে। পাশাপাশি গ্রামের বাড়িতেও বিভিন্ন এতিমখানায় খাবার বিতরণ করা হয়। ।২০১৭ সালের ২৯ জুলাই ব্যক্তিগত সফরে সপরিবারে লন্ডনে যান আনিসুল হক। সেখানে তিনি মস্তিষ্কের রক্তনালির প্রদাহ আক্রান্ত হন। ১৩ আগস্ট তাকে সেখানকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। ৩০ নভেম্বর বাংলাদেশ সময় রাত ১০টা ২৩ মিনিটে লন্ডনের ওয়েলিংটন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান স্বপ্নবাজ এই মেয়র।