নানা কারণে নির্বাচনের প্রতি দেশের মানুষের অনীহা সৃষ্টি হয়েছে : জিএম কাদের
- আপডেট সময় : ০৮:৩৮:০৪ অপরাহ্ন, শনিবার, ৫ ডিসেম্বর ২০২০
- / ১৫২৯ বার পড়া হয়েছে
নানা কারণে নির্বাচনের প্রতি দেশের মানুষের অনীহা সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি।
দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয়ে জাতীয় পার্টি খুলনা বিভাগ আয়োজিত তৃণমূলে নেতৃত্ব নির্বাচন বিষয়ক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি। জি এম কাদের বলেন, গণতন্ত্রের অভাবে দিনে দিনে ভোটের প্রতি আগ্রহ হারাচ্ছে মানুষ, পাশাপাশি আগ্রহ কমেছে রাজনীতির প্রতিও। তিনি বলেন, জাতীয় পার্টির রাজনীতি হচ্ছে দেশের মানুষকে নির্বাচনমুখী করা। দেশের মানুষকে ভোটের প্রতি আগ্রহী করে নির্বাচনে যেন সাধারণ মানুষের প্রত্যাশা প্রতিফলিত হয়, সে লক্ষ্যেই কাজ করছে জাতীয় পার্টি। জাতীয় পার্টি কোন প্রশ্নবিদ্ধ নির্বাচন চায় না। তাই ভোট ও ভাতের অধিকার আদায়ের আন্দোলনে জাতীয় পার্টি সোচ্চার ভূমিকা রাখবে বলেও ওয়াদা করেন জাতীয় পার্টি চেয়ারম্যান।