নানা সুবিধা নিয়ে তৈরী হওয়া কক্সবাজারের আইকনিক রেল স্টেশন প্রস্তুত
- আপডেট সময় : ০১:১৯:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ নভেম্বর ২০২৩
- / ১৭০৬ বার পড়া হয়েছে
দক্ষিণ এশিয়ার সবচেয়ে আধুনিক ও নানা সুবিধা নিয়ে তৈরী হওয়া কক্সবাজারের আইকনিক রেল স্টেশন প্রস্তুত। ১১ নভেম্বর এই স্টেশনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্যদিয়ে খুলে যাবে পর্যটন শিল্পের নতুন দুয়ার।
সমুদ্র শহরের তিন কিলোমিটার নিকটবর্তী ঝিলংজায় দেশের প্রথম এই আইকনিক রেল স্টেশনের অবস্থান। ১ লাখ ৮২ হাজার বর্গফুট জায়গাজুড়ে কক্সবাজারের ঐতিহ্যের ধারকবাহক ঝিনুক আদলে তৈরি হয়েছে এই রেল স্টেশনটি।
সেন্ট্রাল এসি নিয়ন্ত্রিত ছয়তলা বিশিষ্ট ভবনের নিচতলায় রয়েছে টিকেট কাউন্টার, রিসেপশন ও লকারের ব্যবস্থা। দ্বিতীয় তলায় আন্তর্জাতিকমানের শপিংমল, রেস্টুরেন্টসহ এই ভবনে থাকছে আবাসিক হোটেল। এছাড়া দৃষ্টিনন্দন মসজিদ, শিশুদের চাইল্ড কেয়ার সেন্টার ও গাড়ি পার্কিংয়ের ব্যবস্থাও রয়েছে এই আধুনিক এই স্টেশনে।
সট : মো. সুবক্তগীন, প্রকল্প পরিচালক।
দক্ষিণ এশিয়ায় সবচেয়ে আধুনিক রেল স্টেশন পেয়ে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিলেন কক্সবাজারের বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।
ভক্সপপ : ৪ জন।
নান্দনিক এই রেল স্টেশনের কাজ করছেন ১শ’ ১০জন বিদেশিসহ আড়াইশো জন প্রকৌশলী এবং সাড়ে ছয়শো শ্রমিক।