নাফ নদীর সীমান্ত থেকে প্রায় ১৬ কোটি টাকা মূল্যের ক্রিস্টাল মেথ আইস উদ্ধার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:০৮:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৪১ বার পড়া হয়েছে
কক্সবাজারের টেকনাফে নাফ নদীর সীমান্ত থেকে প্রায় ১৬ কোটি টাকা মূল্যের তিন কেজি ১৭০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করেছে বিজিবি। তবে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
ভোর রাতে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ওয়াব্রাং এলাকায় এ অভিযান চালিয়ে এই পরিমাণ মাদক জব্দ করা হয়। মিয়ানমার থেকে মাদকের বড় একটি চালান পাচারের খবরে বিজিবির দল অভিযান চালায়। এক পর্যায়ে নাফ নদী পার হয়ে সন্দেহজনক দুই ব্যক্তিকে বস্তা কাঁধে আসতে দেখে বিজিবির সদস্যরা থামতে নির্দেশ দেন। বস্তা ফেলে দিয়ে পালানোর সময় গুলি ছুড়ে বিজিবি। বস্তা থেকে পাওয়া যায় ৩ কেজি ১৭০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস। এসব মাদকের আনুমানিক মূল্য ১৫ কোটি ৮৫ লাখ টাকা। মাদক উদ্ধারের ঘটনায় টেকনাফ থানায় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার।