নাব্য সংকটে কাঁঠালবাড়ী-শিমুলিয়া অনির্দিষ্টকালের জন্য ফেরি চলাচল বন্ধ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:১২:১৫ অপরাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০১৯
- / ১৬০৬ বার পড়া হয়েছে
নাব্য সংকটে কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে অনির্দিষ্টকালের জন্য ফেরি চলাচল বন্ধ ঘোষণা করেছে ঘাট কর্তৃপক্ষ।
বিআইডব্লিউটিসি’র কাঁঠালবাড়ী ঘাট সূত্র জানায়, নাব্য সংকট নিরসনের আগ পর্যন্ত বিকল্প হিসেবে পাটুরিয়া-দৌলতদিয়া রুট ব্যবহারের পরামর্শ দিয়েছে কাঁঠালবাড়ী-শিমুলিয়া ঘাট কর্তৃপক্ষ। গেলো রাত থেকে নৌরুট বন্ধের এ ঘোষনা দেয় কর্তৃপক্ষ। কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটের লৌহজং টার্নিং পয়েন্টের চ্যানেলে পানি কমে যাওয়ায় ফেরি চলাচল অনুপযোগী হয়ে পড়েছে। গত রোববার রাত থেকে নাব্য সংকট প্রকট আকার ধারন করলে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। তবে লঞ্চ ও স্পিডবোট চলাচল স্বাভাবিক রয়েছে। পদ্মায় দ্রুত পানি কমতে থাকায় এই সংকট দেখা দিয়েছে বলে জানায় কাঁঠালবাড়ী ফেরিঘাট কর্তৃপক্ষ।