নাব্যতা সংকটে কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে গত এক সপ্তাহ ধরে ফেরি চলাচলে অচলাবস্থা
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৪২:২৭ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২০
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
নাব্যতা সংকটে কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে গত প্রায় এক সপ্তাহ ধরে ফেরি চলাচলে চরম অচলাবস্থা বিরাজ করছে।
মূল চ্যানেল- লৌহজং টার্নিং পয়েন্ট বন্ধ থাকায় বিকল্প চ্যানেল দিয়ে ফেরিগুলো ধারন ক্ষমতার কম যানবাহন নিয়ে চললেও রাতে চলছে ৩টি রো-রো ও ৪টি ‘কে’ টাইপ ফেরি। ফলে ঘাট এলাকায় যানজট প্রকট আকার ধারন করায় পন্যবাহী ট্রাকজট স্থায়ী রুপ নিয়েছে। অস্বাভাবিক হারে পানি বৃদ্ধি পেয়ে এ নৌরুটের পদ্মা নদীতে চর পড়ে অচলাবস্থার সৃষ্টি হয়। দিনে সকল ফেরি চললেও রাতে কম ফেরি চলছে। সংকট নিরসনে খননকাজ চললেও তা নিয়ে অভিযোগ রয়েছে। তবে ফেরিগুলো ধারন ক্ষমতার অনেক কম যানবাহন নিয়ে পদ্মা পাড়ি দিচ্ছে। গত কয়েকদিন ধরে ফেরি চলাচল ব্যহত হওয়ায় উভয় ঘাটে আটকে পড়া যানবাহনের চাপ বেড়ে গেছে ফেরিতে।