নাভানা সিএনজি পাম্পের পাশে থাকা একটি প্রাইভেটকার থেকে দুজনের লাশ উদ্ধার
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:১৩:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ অগাস্ট ২০২১
- / ১৫২৯ বার পড়া হয়েছে
রাজধানীর সেগুনবাগিচায় নাভানা সিএনজি পাম্পের পাশে থাকা একটি প্রাইভেটকার থেকে রাকিব ও সিয়াম নামের দুজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
শাহবাগ থানার উপপরিদর্শক মো. জব্বার জানান, লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। যে গাড়িতে লাশ দুটি পাওয়া গেছে, তারা রাতে ওই গাড়িটি রং করেছিলেন বলে জানাগেছে। আজ সকালে আমরা খবর পাই রাকিব ও সিয়াম নামের দুজন গাড়ির ভেতর মারা গেছেন। তারা কীভাবে মারা গেলেন- এমন প্রশ্নের জবাবে পুলিশ কর্মকর্তা বলেন, ধারনা করা হচ্ছে গাড়ির মধ্যে ঘুমিয়ে থাকা অবস্থায় শ্বাসকষ্টে তারা মারা যান। দুজনই বাচ্চু মোটরসের কর্মী। সিআইডির ক্রাইম ইউনিট ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে