নামে-বেনামে পার্বত্য এলাকায় চাঁদাবাজিসহ নানামুখী হয়রানি
- আপডেট সময় : ০৬:০৭:২০ অপরাহ্ন, রবিবার, ২৩ জানুয়ারী ২০২২
- / ১৫৫৮ বার পড়া হয়েছে
নামে-বেনামে চাঁদাবাজিসহ মহাসড়কে নানামুখী হয়রানির শিকার হচ্ছে পরিবহন চালক মালিকরা। পার্বত্য এলাকায় পণ্যবাহী গাড়িতে পথে পথে চাঁদা আদায় করা হচ্ছে। এতে পণ্যের দাম বেড়ে যাচ্ছে বলে জানান, ব্যবসায়ীরা। সড়কের হয়রানি বন্ধ এবং চালকদের নিরাপত্তা নিশ্চিতে কর্তৃপক্ষের হস্তক্ষেপ চেয়েছেন পরিবহন মালিক-শ্রমিকরা।
পার্বত্য চট্টগ্রামে উৎপাদিত মৌসুমি ফল ও বনজ সম্পদ দেশের বিভিন্ন এলাকায় রপ্তানি হয় সড়ক পথে। এসব পন্যবাহী ট্রাক, মিনিট্রাক ও পিকআপ গাড়ির চালকরা মহা সড়কে পথে পথে চাঁদাবাজি ও হয়রানির শিকার হচ্ছেন প্রতিনিয়ত। চালকদের অভিযোগ সরকারী টোল দেয়ার পরও রাঙামাটি চট্টগ্রাম ও চট্টগ্রাম-ঢাকা মহা সড়কে পুলিশের নাম ভাঙিয়ে এবং বিভিন্ন নামে ও বেনামে চাঁদা আদায় করা হয়।
সড়কে চাঁদাবাজির কারণে পন্যের দাম বেড়ে যাচ্ছে বলে জানান ব্যবসায়ীরা। আর চাঁদা না দিলে চালকদের উপর নেমে আসে নির্যাতন।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছে হাইওয়ে পুলিশ। চালকদের নিরাপত্তা নিশ্চিত করতে সড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টে নিয়মিত টহল জোরদার করা হয়েছে বলে জানান হাইওয়ে রাউজান থানা পুলিশ।
মহাসড়কের হয়রানি ও নৈরাজ্য প্রতিরোধে সংশ্লিষ্ট কর্তপক্ষকে আরো কঠোর হওয়ার দাবি জানিয়েছেন পরিবহন চালক মালিকরা।