নারায়ণগঞ্জে নদী ঘিরে আস্তানা গড়ে তুলেছে অপরাধীরা
- আপডেট সময় : ০৬:৪০:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৬ নভেম্বর ২০২২
- / ১৬০৯ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জের উপর দিয়ে বয়ে চলা শীতলক্ষ্যা, বুড়িগঙ্গা, ধল্বেশরী ও মেঘনা নদীকে ঘিরে গড়ে উঠেছে অপরাধীদের আস্তানা। খুনিরা নদীগুলোতে মরদেহের ভাগাড়ে পরিণত করছে। স্থানীয়রা বলছেন, হত্যার আলামত নষ্ট করতে অপরাধীরা নদীকে বেছে নিয়েছে। লাশ ফেলে দিচ্ছে নদীতে। এক্ষেত্রে আইন শৃংখলা বাহিনীর তৎপরতা বাড়ানো দাবী জানিয়েছেন এলাকাবাসী।
আলোচিত ৭ খুন, নাট্যকার চঞ্চল, মেধাবী শিক্ষার্থী ত্বকী ও সর্বশেষ বুয়েট শিক্ষার্থী ফারদিন নূর পরশ নিখোঁজ হওয়ার পর তাদের প্রত্যেকের মরদেহ পাওয়া যায় শীতলক্ষ্যা নদীতে। চাঞ্চল্যকর এসব হত্যাকাণ্ড ছাড়াও এ চারটি নদীতে একের পর এক শিশু, যুবক ও তরুন-তরুণী মরহেদ মিলেছে। এ ছাড়াও গত কয়েক বছরে নদীতে প্রায় অর্ধশতাধিক লাশ মিলেছে। এমন তথ্য খোদ আইনশংখলা বহিনীর।
অপরাধ বিশ্লেষকরা মনে করেন, নদী গুলোকে নিরাপদ জোন হিসেবে বেছে নিয়েছে হত্যাকারীরা। প্রায় সময় নদীতে ভেসে উঠছে লাশ।
নদীর নিরাপত্তার দায়িত্ব নৌ পুলিশের। কিন্ত এ ধরনের অপরাধ নিয়ন্ত্রনে খুব একটা কার্যকর ভূমিকা নিতে দেখা যায় না তাদের।
নৌ পুলিশের সদস্য সংখ্যা বৃদ্ধি, নদীতে নজরদারি বাড়ানোসহ হত্যার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি কমাতে পারে অপরাধ- এমনটাই মনে করেন সচেতন মহল।