নারায়ণগঞ্জে পূর্বশত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যা

- আপডেট সময় : ১২:১১:২৪ অপরাহ্ন, শনিবার, ১০ ফেব্রুয়ারী ২০২৪
- / ১৭৭৮ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় পূর্বশত্রুতার জেরে দানিয়াল নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুবৃর্ত্তরা। এসময় শুভ নামে আরো একজন কুপিয়ে আহত করে। গেলরাতে চাষাঢ়া বালুর মাঠ এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্বজনরা জানান, পূর্বশত্রুতার জেরে চাষাঢ়া বালুর মাঠ এলাকায় প্রকাশ্যে কয়েকজন যুবক তাদের দুইজনকে কুপিয়ে আহত করে। পরে হামলাকারীরা তাদেরকে অটোরিক্সায় তুলে নিয়ে মাসদাইর এলাকায় বাড়ির সামনে নিয়ে ফেলে রেখে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহতের উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দানিয়ালকে মৃত ঘোষণা করে। গুরুত্বর আহত অবস্থায় শুভকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ফতুল্লা মডেল থানার পরিদর্শক জানান, পূর্বশত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।