নারায়ণগঞ্জে মালবাহী কার্গো জাহাজের ধাক্কায় যাত্রীবাহী লঞ্চ ডুবি
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:১২:৪৩ অপরাহ্ন, রবিবার, ২০ মার্চ ২০২২
- / ১৫৬২ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর কয়লা ঘাটে মালবাহী কার্গো জাহাজের ধাক্কায় যাত্রীবাহী লঞ্চ ডুবির ঘটনা ঘটেছে। এরই মধ্যে শিশুসহ দুইজনের মরদেহ উদ্ধার করেছে উদ্ধার কর্মীরা।
দুপুর ২টা ১০ মিনিটে নারায়ণগঞ্জ থেকে মুন্সীগঞ্জ আসার পথে শীতলক্ষ্যা নদীর কয়লাঘাট এলাকায় পৌছালে কার্গো জাহাজের ধাক্কায় যাত্রীবাহী লঞ্চ এম ভি আশরাফ উদ্দিন ডুবে যায়। ধারণা করা হচ্ছে ডুবে যাওয়া লঞ্চটিতে শতাধিক যাত্রী থাকতে পারে। তবে দূর্ঘটনা পর থেকেই উদ্ধার অভিযানে নেমেছে ফায়ার সাভিস, নৌ-পুলিশ ও কোষ্টগার্ডসহ বিভিন্ন বাহীনি।