নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে ডায়রিয়া আক্রান্ত রোগীর চাপ বেড়েছে ১০ গুণ
- আপডেট সময় : ০৩:৪০:০০ অপরাহ্ন, বুধবার, ১৩ এপ্রিল ২০২২
- / ১৫৯৬ বার পড়া হয়েছে
গত কয়েকদিনে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে ডায়রিয়া আক্রান্ত রোগীর চাপ বেড়েছে ১০ গুণ। এক বেডেই থাকছে একাধিক রোগী। তাদের মধ্যে পুরুষ, নারী ও শিশু রয়েছে। প্রতিদিন এক থেকে দেড়’শ রোগী চিকিৎসা নিতে আসছেন। হঠাৎ করেই ডায়রিয়া রোগীর চাপ বেড়ে যাওয়ায় সামাল দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও নার্সরা রোগী।
হঠাৎ গরম, আবহাওয়া পরিবর্তন, দূষিত পানি ও ভেজাল সামগ্রী খাবার খেয়ে ডায়রিয়া আক্রান্তের প্রকোপ বেড়েছে নারায়ণগঞ্জে। গড়ে প্রতিদিন জেলার বিভিন্ন এলাকা থেকে অন্তত কয়েকশ’ রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। গেল ১ সপ্তাহে ডায়রিয়া ওয়ার্ডে চিকিৎসা নিয়েছে প্রায় বারো’শ রোগী। যা স্বাভাবিক সময়ের তুলনায় ১০গুন।
হঠাৎ করে ডায়রিয়া রোগীর সংখ্যা বেড়ে যাওয়া সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে কর্তব্যরত নার্সদের। দুই থেকে আড়াই ঘন্টা রোগীকে পর্যবেক্ষন করা হয়। অবস্থার উন্নতি না হলে পাঠানো হয় ঢাকায়।
আবাসিক মেডিক্যাল অফিসার ডা. শেখ ফরহাদ জানান, নানা কারনে ডায়রিয়ার মাত্রা বেড়েছে। এ থেকে রক্ষা পেতে হলে বিশুদ্ধ পানি পান করা ও ভেজাল খাবার এড়িয়ে চলার পরামর্শ দেন তিনি।
রোগীর চাপ বেশি হওয়ায় বেড বাড়ানোর পাশাপাশি সব ধরনের ব্যবস্থা করা হয়েছে বলেও জানান এই চিকিৎসক।