নারায়ণগঞ্জ জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের মানববন্ধন
![](https://www.satv.tv/wp-content/uploads/2023/10/lazy-Copy.jpg)
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:১৫:২৯ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২০
- / ১৫৬২ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জে দেবোত্তর সম্পত্তির পুকুর দখল করাসহ বিভিন্ন স্থানে মন্দির ভাংচুরের অভিযোগে জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ মানববন্ধন করে জেলা প্রশাসকের কাছে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে।
বিকেলে নারায়ণগঞ্জ শহরের বঙ্গবন্ধু সড়কে মানববন্ধন করে পরিষদের নেতা-কর্মীরা। এতে বিভিন্ন উপজেলা থেকে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের নেতাকর্মীরা যোগ দেন। বক্তারা অভিযোগ করেন, নারায়ণগঞ্জের সিটি মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর পরিবার শহরের দেওভোগ লক্ষীনারায়ণ আখড়ার মালিকানাধীন ঐতিহ্যবাহী জিউজ পুকুরের ৩৭৭ শতাংশ দেবোত্তর সম্পত্তি দখল করে রেখেছে। এখন শতকোটি টাকার এই সম্পত্তি বিক্রির পায়তারা চালাচ্ছে আইভীর পরিবার। পরে তারা বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসকের কাছে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন।