নারায়ণগঞ্জে শ্রমিকদের চেক জালিয়াতি
- আপডেট সময় : ০৩:৫১:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৩
- / ১৭৫৫ বার পড়া হয়েছে
শ্রমিকদের সহায়তার চেক জালিয়াতিসহ নানা অপকর্মের হোতা হারুনসহ তার সহযোগীদের অভিযোগ খতিয়ে দেখতে তদন্ত কমিটি করেছে কর্তৃপক্ষ। কমিটির সদস্যরা এরইমধ্যে সাংবাদিক, শ্রমিক নেতা ও বিভিন্ন শ্রেণিপেমার মানুষের সঙ্গে কথা বলেছেন। শ্রম অধিদপ্তর নারায়ণগঞ্জ শাখার অনিয়মের সংবাদ এসএটিভিতে সম্প্রচার করার পর এমন উদ্যোগ কর্তৃপক্ষের।
ভূয়া এনআইডি কার্ড বানিয়ে শ্রমিকদের যোজসাজশে লাখ টাকার জালিয়াতির ঘটনা এসএ টেলিভিশনে সম্প্রচারিত হয় গেলো মাসে। বিষয়টি জানাজানির হওয়ার পর শ্রমিকদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।
অভিযুক্ত হারুন এখন ঢাকা অফিসে আছেন। জনরোষ ঠেকাতে নারায়ণগঞ্জ থেকে তাকে ঢাকায় সরিয়ে আনা হয়েছে।তবে সাধারণ মানুষের ক্ষোভ নিয়ে শঙ্কিত অফিসের কর্মকর্তা-কর্মচারীরা।
নাম প্রকাশে অনিচ্ছুক শ্রম দপ্তর কর্মকর্তারা জানিয়েছেন, অভিযুক্ত কর্মকর্তা হারুন তার পিতার ভূয়া মুক্তিযোদ্ধা সনদ ব্যবহার করে শ্রম অধিদপ্তরে চাকরী নেন।
শ্রমিক কল্যাণে ফাউন্ডেশনের চেক জালিয়াতির চক্রের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন তিনি। শ্রমিকদের চেক নানা অনিয়মসহ চেক জালিয়াতির ঘটনা তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট দপ্তর। বিষয়টি শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মুন্নুজান সুফিয়ানকে জানানো হয়েছে।
খুব শিগগিরই এ বিষয়টি সুরাহা হবে বলে প্রত্যাশা সবার।