নারায়ণগঞ্জে সিলিন্ডারের গ্যাস লিকেজ থেকে আগুনের বিস্ফোরণ
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৫২:২০ অপরাহ্ন, সোমবার, ২৪ জানুয়ারী ২০২২
- / ১৫৪৩ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জের ফতুল্লার মাসদাইর এলাকায় সিলিন্ডারের গ্যাস লিকেজ থেকে আগুনের বিস্ফোরণে দগ্ধ এক ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার রাতে ওই এলাকার এএস টাওয়ারের নিচতলায় মোস্তফা কামাল সপরিবার নিয়ে বসবাস করেন। পরিবারের সবাই আত্মীয়ের বাসায় বেড়াতে যান। রাতে তিনি রান্না ঘরে চুলায় আগুন ধরালে বিস্ফোরণ হয়। এসময় আশেপাশের লোকজন আতংকিত হয়ে পড়েন। পরে দগ্ধ মোস্তফাকে ঢাকা মেডিকেলে নিয়ে বার্ন ইউনিটে ভর্তি করা হয়। ফায়ার সার্ভিস জানায়, বন্ধ ঘরে কোন কারণে গ্যাস লিকেজ হয়ে ছিল বলে ধারণা করা হচ্ছে।