নারায়ণগঞ্জে ২৫ হাজার ডিম বোঝাই পিকআপ ভ্যান ডাকাতি
- আপডেট সময় : ০৮:০৫:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৩ অগাস্ট ২০২২
- / ১৫৮২ বার পড়া হয়েছে
বাজারে ডিমের দাম এখন আকাশচুম্বি। এলাকাভেদে হালি ছাড়িয়েছে ৫০ থেকে ৬০ টাকা। এদিকে, নারায়ণগঞ্জে ২৫ হাজার ডিম বোঝাই পিকআপ ভ্যান ডাকাতির খবর এসেছে। এ ঘটনায় ছয়জনকে গ্রেফতার করেছে রেব।
গরম হয়ে উঠেছে ডিমের বাজার। ডজন এখন ১৫০ থেকে ১৬০ টাকা। দ্রব্যমূল্যে উর্ধ্বগতির বাজারে সবশেষ ক্রেতাদের হকচকিয়ে দিয়েছে ডিমের অস্বাভাবিক দাম। ফলে এবার ডিম বোঝাই পিকআপ ডাকাতির ঘটনা ঘটেছে নারায়ণগঞ্জে।
তবে, ডিম ভরা গাড়ি ডাকাতি করলেও শেষ পর্যন্ত সেই ডিম আর বাজারে বিক্রি করতে পারেনি ডাকাত দলের কেউ। কেননা তার আগেই গ্রেপ্তার করা হয় ডাকাত দলের সদস্যদের।
দুপুরে রেবের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্থাটির পরিচালক।
ডাকাতির ঘটনায় ছয়জনকে গ্রেফতারসহ ডাকাতির কাজে ব্যবহৃত বাস ও দেশীয় অস্ত্র জব্দ করা হয়। উদ্ধার করা হয় ডিমবাহী পিকআপটিও।
চক্রটি দীর্ঘদিন ধরে মহাসড়কে চলাচলকারি পণ্যবাহী ট্রাক ও যানবাহনের তথ্য সংগ্রহ করে ডাকাতি করতো বলে জানায় রেব।