নারায়ণগঞ্জের অগ্নিকাণ্ডের জন্য সরকারের সংশ্লিষ্ট সংস্থাগুলো দায়ী : নজরুল ইসলাম খান
- আপডেট সময় : ০৮:১১:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জুলাই ২০২১
- / ১৫২৬ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাসেম ফুড এন্ড বেভারেজ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে হতাহত শ্রমিকদের প্রত্যেক পরিবারকে আইএলও কনভেনশন অনুযায়ী আন্তর্জাতিক মানে ক্ষতিপূরণ দেয়ার দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
দুপুরে বিএনপির কেন্দ্রীয় নেতাদের ৭ সদস্যের একটি প্রতিনিধি দলের কারখানা পরিদর্শনকালে তিনি এ দাবি জানান। নজরুল ইসলাম খান এই দুর্ঘটনার জন্য সরকারের সংশ্লিষ্ট সংস্থাগুলোকে দায়ী করে বলেন, তাদের দায়িত্বে অবহেলার কারণেই এতো শ্রমিকের মৃত্যু হয়েছে। এর দায় সরকারকেই নিতে হবে। এসময় কারখানাটিতে নিয়ম বহির্ভুতভাবে শিশু শ্রম ও নানা অনিয়মের সমালোচনাও করেন বিএনপির এই কেন্দ্রীয় নেতা। এর আগে বিএনপির প্রতিনিধি দলটি ঘটনাস্থলে উপস্থিত হলে কেন্দ্রীয় নেতাদের পাশে দাঁড়ানো ও ছবি তোলা নিয়ে স্থানীয় নেতাকর্মীরা হাতাহাতিতে জড়িয়ে পড়েন। একপর্যায়ে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও নেতারা চলে যাবার পর স্থানীয় নেতাকর্মীরা আবার দ্বিতীয় দফা সংঘর্ষে জড়িয়ে পড়ে।