নারায়ণগঞ্জের আমলাপাড়ায় এক যুবককে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা
- আপডেট সময় : ০৫:৪৯:২৪ অপরাহ্ন, বুধবার, ১৫ ডিসেম্বর ২০২১
- / ১৬১০ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়া এলাকায় আব্দুল কাদের নামে এক যুবককে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করেছে দূর্বৃত্তরা।
পুলিশ জানায়, রাতে আমলাপাড়া এলাকায় একটি পাঁচ তলা ভবনের নীচ তলা থেকে স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। পরে, কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। নিহতের গলায়, হাতে ও পায়ে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে তাকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করে দুর্বৃত্তরা। অন্যদিকে, সিদ্ধিরগঞ্জে আইলপাড়া এলাকায় তানিয়া নামে এক গৃহবধূকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। সে একটি পোশাক কারখানার শ্রমিক বলে জানা গেছে।
গোপালগঞ্জে নিখোঁজের একদিন পর শামীম খান নামে এক রিক্সাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তারা জানায়, সোমবার সকালে রিক্সা নিয়ে বাড়ি থেকে বের হন শামীম খান। এরপর সে আর ফেরেনি। মঙ্গলবার রাতে এলাকাবাসী শামীমের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।
ঝালকাঠিতে মিরাজ শেখ নামের এক দিনমজুরকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। নিহতের পরিবারের অভিযোগ, কেওরার ইউপি সদস্য নজরুল ইসলাম তার দলবল নিয়ে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।