নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাসেম ফুডস কারখানার অগ্নিকাণ্ডে ৫০ জন নিহত
- আপডেট সময় : ০১:৫৫:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ৯ জুলাই ২০২১
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাসেম ফুডস কারখানার অগ্নিকাণ্ডে ৫০ জন নিহত হওয়ার খবর জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। ১৯ ঘণ্টা পরও আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। ভবনের ভেতরে থাকা অনেক শ্রমিকের খোঁজ এখনও না মেলায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে ফায়ার সার্ভিস।
আগুনে আহত হয়েছেন কমপক্ষে অর্ধশত মানুষ। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স নারায়ণগঞ্জ অফিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন বলেন, আগুন নিয়ন্ত্রণে ঢাকা, নারায়ণগঞ্জ ও ডেমরা ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট কাজ করছে। সকাল সোয়া ১০টার দিকেও ছয় তলা কারখানা ভবনের পঞ্চম ও ষষ্ঠ তলার সামনের দিকে আগুন জ্বলতে দেখা যায়। সজীব গ্রুপের এ খারখানার ওই অংশে সেমাই কারখানা এবং কার্টনের গুদাম রয়েছে। এছাড়া নিচের ফ্লোরগুলোতে সেজান জুসসহ কোমল পানীয় এবং খাদ্যপণ্য তৈরি হত বলে জানায় কর্মীরা। রূপগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ নুসরাত বলেন, কারখানার শ্রমিক নিখোঁজ থাকার তথ্য আসছে। তবে কতজন নিখোঁজ, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। আগুন নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত কিছু বলা যাচ্ছে না।