নারায়নগঞ্জ বিস্ফোরণের তদন্ত প্রতিবেদন দিতে আরও ৭ দিনের সময় চেয়েছে তদন্ত দল
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:৪৯:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২০
- / ১৫২৩ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জ শহরের পশ্চিম তল্লা এলাকায় বাইতুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের অষ্টম দিন আজ।
ইতিমধ্যে বিস্ফোরণ ও হতাহতের ঘটনায় ফতুল্লা মডেল থানায় দায়ের করা মামলাটি অধিক তদন্তের জন্য সিআইডি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।মামলার তদন্তভার পেয়ে নারায়ণগঞ্জ সিআইডি পুলিশের পরিদর্শক ও নবনিযুক্ত তদন্ত কর্মকর্তা বাবুল হোসেনের নের্তৃত্বে সিআইডি পুলিশের একটি দল গতকাল বিকেলে দূর্ঘটনা কবলিত মসজিদ ও আশপাশের এলাকা পরিদর্শন করে। এ দিকে, সকাল থেকে ঘটনায় নিযুক্ত তদন্ত দল, তিতাস, ডিপিডিসি কর্তৃপক্ষকে ঘটনাস্থলে দেখা যায়নি। নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের ঘটনায় জেলা প্রশাসন গঠিত তদন্ত কমিটির তদন্ত প্রতিবেদন গতকাল দেয়ার কথা থাকলেও আরও ৭ দিনের সময় চেয়েছে তদন্ত দল।এদিকে দগ্ধ ৫ জনের অবস্থা এখনো আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।