নারী আইপিএল: সর্বোচ্চ দাম তিন কোটি ৪০ লাখ
- আপডেট সময় : ০৬:৩৮:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৩
- / ১৬২৯ বার পড়া হয়েছে
মেয়েদের আইপিএলে ক্রিকেটারদের নিলাম হলো। পাঁচটি দল ৮৭ জন ক্রিকেটারকে কিনলো প্রায় ৬০ কোটি টাকায়।
কিছুদিন আগেও যা ভাবা যেত না, তা এখন সত্যি হলো। মেয়েদের আইপিএল খেলে নারী ক্রিকেটাররা কোটি কোটি টাকা রোজগার করছেন। সোমবার মেয়েদের আইপিএলের যে নিলাম হয়েছে, তাতে পাঁচটি টিম ৫৯ কোটি ৫০ লাখ টাকা দিয়ে ৮৭জন ক্রিকেটারকে কিনেছে।
সবচেয়ে বেশি টাকা দিয়ে ভারতের অলরাউন্ডার স্মৃতি মান্ধানাকে কিনেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তিন কোটি ৪০ লাখ টাকা দিয়ে স্মৃতিকে টিমে নিয়েছে তারা। দ্বিতীয় স্থানে আছেন অ্যাশলে গার্ডনার। তাকে তিন কোটি ২০ লাখ টাকা দিয়ে কিনেছে গুজরাট জায়েন্টস। ন্যাট শেভারকে একই দাম দিয়ে নিয়েছে মুম্বই ইন্ডিয়ানস। ভারতের ক্রিকেটার দীপ্তি শর্মাকে ইউপি ওয়ারিয়ার্স কিনেছে দুই কোটি ৬০ লাখ দিয়ে। আর দিল্লি ক্যাপিটলস জেমাইমা রডরিগাসকে কিনেছে দুই কোটি ২০ লাখ টাকা দিয়ে।
পশ্চিমবঙ্গের তিন ক্রিকেটার
৮৭ জনের মধ্যে পশ্চিমবঙ্গের টিমে খেলা তিনজন ক্রিকেটার আছে। দীপ্তি শর্মা, রিচা ঘোষ এবং তিতাস ঘোষ। এর মধ্যে দীপ্তি শর্মা উত্তরপ্রদেশের মেয়ে, তবে খেলেন পশ্চিমবঙ্গের দলে। বাকি দুইজন বাঙালি ক্রিকেটার।
#WPLAuction #WPLAuction2023 #WPL2023 #WPL
The cash-rich @IPL has transformed the fortunes of cricket globally, and the women's version could rapidly become one of the world's biggest money-spinners in women's sport 🏏 pic.twitter.com/YK78WVDxNZ
— TOI Sports (@toisports) February 14, 2023
দীপ্তি পেয়েছেন দুই কোটি ৬০ লাখ। রিচা পেয়েছেন এক কোটি ৯০ লাখ। তিতাসকে দিল্লি নিয়েছে ২৫ লাখ টাকায়।
দীপ্তি আনন্দবাজারকে বলেছেন, ”আমি দুর্দান্ত সুযোগ পেয়েছি। চেষ্টা করব, নিজের সেরাটা দেয়ার। সেদিকেই নজর দিচ্ছি। আমরা মেয়েদের আইপিএলের অপেক্ষায় ছিলাম।”
বাংলাদেশের কেউ নেই
বাংলাদেশের নয়জন ক্রিকেটার নিলামে ছিলেন। কেউই দল পাননি। নিগার সুলতানা জ্যোতি, জাহানারা, সালমা, স্বর্ণা, রুমানা, নাহিদা, লতা, রিতু, সোবহানাদের দলে নিতে কোনো টিম আগ্রহ দেখায়নি।
ঢাকা পোস্ট জানাচ্ছে, জ্যোতি অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের আগে সাংবাদিক সম্মেলন করে বলেছেন, ‘আমরা রোমাঞ্চিত। আমরা বিমানবন্দরে থাকার সময় ফোনে নিলাম সরাসরি দেখেছি। যদিও বাংলাদেশের কোনো খেলোয়াড় বিক্রি হয়নি। তবু আমি মনে করি, এটা মেয়েদের ক্রিকেটের জন্য খুব বড় সুযোগ। আর আমাদের দেশে তরুণ খেলোয়াড়েরা এটি থেকে অনুপ্রেরণা নিয়ে নিজেদের উদ্দীপ্ত করবে।’
ডয়চে ভেলে