নারী ও শিশু পাচারকারী চক্রের হোতা নাজমা সুলতানা হাসনা হেনা গ্রেফতার
- আপডেট সময় : ০৮:১৪:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর ২০২১
- / ১৫৫১ বার পড়া হয়েছে
নারী ও শিশু পাচার নিয়ে এসএটিভিতে অনুসন্ধানী প্রতিবেদন প্রচারের পর ঢাকার শ্যামপুর এলাকা থেকে শিশু ও নারী পাচারকারী চক্রের অন্যতম হোতা- নাজমা সুলতানা হাসনা হেনাকে গ্রেফতার করেছে রেব। এসময় তার কাছ থেকে ৫টি পাসপোর্ট, ১৫০টি পাসপোর্টের ফটোকপি, ৩টি আকামা, ১৫টি জন্মসনদ, ১টি এনআইডি কার্ড ও ২টি মোবাইল ফোন জব্দ করা হয়।
বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যে পাচারকৃত একজন মহিলা মারাত্বক নির্যাতনের সংবাদ এসএটিভির অনুসন্ধানে বেরিয়ে আসার পর চক্রের মূল হোতাকে গ্রেফতার করে রেব-১০।
পরে সংবাদ সম্মেলনে রেব জানায়, বেশ কিছুদিন যাবত হেনা ও তার স্বামী নাজমুল পরস্পর যোগসাজসে পতিতাবৃত্তি ও যৌন কাজে নিয়োজিতের উদ্দেশ্যে বিভিন্ন বয়সি নারী ও শিশুদের প্রলোভন দেখিয়ে মধ্যপ্রাচ্যসহ বিশ্বের একাধিক দেশে গৃহকর্মীর নামে পাচার করে আসছিল।
তারা একেকজন নারীকর্মীকে ৭০-৮০ হাজার টাকায় বিভিন্ন দেশে বিক্রি করত। বিদেশে পাঠানোর নামে সাধারণ মানুষের কাছ থেকে হাতিয়ে নিতো মোটা অঙ্কের টাকা।